হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা জারি

শ্রীলঙ্কার জঙ্গী হামলা ও গুলিস্তানে ককটেল নিক্ষেপের ঘটনায় আইএসের দ্বায় স্বীকার করার পর থেকে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বাড়তি সতর্কতা জারির পর থেকেই পাসপোর্টধারী যাত্রীদের শরীর ও ব্যাগ তল্লাশি করছে বিজিবি।
পুলিশ হেডকোয়াটার্স থেকে এ-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির। তিনি আরও জানান, কোনো দুষ্কৃতিকারী যাতে এই চেকপোস্ট ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্যই এই সতর্কতা জারি করা হয়েছে।
ভিনদেশি পাসপোর্টধারী, বিদেশ থেকে ফেরত বাংলাদেশিদেরও নজরদারিতে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া সন্দেহভাজন ব্যক্তিদের তালিকাও ইমিগ্রেশনে এসেছে বলে জানান তিনি।