মাদ্রিদে বাংলাদেশি মুসলিম কমিউনিটির সাথে সোস্যালিস্ট পার্টির সভা
প্রকাশিত হয়েছে | ২০:১৬, এপ্রিল ২৩, ২০১৯

স্পেনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশটির ক্ষমতাসীন দল সোস্যালিস্ট পার্টি, মাদ্রিদে বাংলাদেশি মুসলিম কমিউনিটির সাথে মতবিনিময় সভা করেছে।
মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বায়তুল মোকাররম জামে মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সোসালিস্ট পার্টির নেতারা আসন্ন সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের জয়ী করার জন্য বাংলাদেশি মুসলিম কমিউনিটির সহযোগিতা চান। সোস্যালিস্ট পার্টির নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা এসময় উপস্থিত ছিলেন। আগামী ২৮শে এপ্রিল স্পেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ