ভারতে প্রথম ধাপের ভোট সম্পন্ন, পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে, প্রথম ধাপের ভোট সম্পন্ন হয়েছে। ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত দুটি অঞ্চল মিলিয়ে মোট ৯১টি আসনে আজ ভোট হয়। বেশিরভাগ এলাকায় শান্তিপূর্ণ হলেও; অন্ধ্রপ্রদেশে সহিংসতায় জড়িয়েছে, আঞ্চলিক দুটি দল। এতে YSR কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে দেশম পার্টির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া, পশ্চিমবঙ্গের দিনহাটায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়েছে।
ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন। ভারতের রাজ্যে রাজ্যে উৎসবের আমেজ।
মোদির অনুসারীরা বলেন, মোদির দলকেই ভোট দিয়েছি। বিজেপি পুরো দেশকে ঐক্যবদ্ধ করেছে, উন্নয়ন তরান্বিত আর অর্থনীতিকে শক্তিশালী করেছে তারা। চাই মোদি-ই ফের প্রধানমন্ত্রী হোক। গেলো ৫ বছরে শক্ত হাতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
ইভিএমের কারণে কোথাও কোথাও দেরিতে শুরু হয় ভোট। পশ্চিমবঙ্গের দিনহাটা ও অন্ধ্রপ্রদেশে মিলেছে সহিংসতার খবরও। মিলেছে পাল্টাপাল্টি অভিযোগও।
বিচ্ছিন্নতাবাদিদের ধর্মঘট প্রত্যাখান করেই বৃহস্পতিবার ভোট হয়েছে কাশ্মিরের বারামুল্লা এবং জম্মুতে।
তারা বলে, যদি আমরা ভোট বর্জন করি তবে এটা বিজেপির জন্য সুবিধা হবে। সরকার চায় আমরা ভোট বর্জন করি। তারা অস্থিতিশীলতা তৈরি করছে যাতে করে বিজেপি ফের ক্ষমতায় আসতে পারে। কাশ্মীরিদের অধিকার রক্ষার জন্যই বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছি।
প্রথম দফায় লড়াইয়ে থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন ৫ মন্ত্রী। উত্তর প্রদেশের গাজিয়াবাদে প্রার্থী সাবেক সেনা প্রধান ভিকে সিং। মহারাষ্ট্রে নাগপুরের প্রার্থী নীতিন গদকারি, অরুণাচলে কিরেন রিজিজু, সত্যপাল সিং লড়েন বাঘপাত আসনে এবং গৌতম বুদ্ধ নগর মহেশ শর্মা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 