বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য

জোটকে প্রধানমন্ত্রীর গণভবনে আমন্ত্রণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সকালে বৈঠকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি। জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, প্রমাণ সাপেক্ষে যে কোনো অভিযোগ তারা তদন্ত করতে পারে।
গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার বিশেষ ভূমিকার রাখবে বলে আশা যুক্তরাজ্যের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। এছাড়া চলমান রাজনীতি, রোহিঙ্গা সংকট, পলাতক আসামি তারেক রহমানকে ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে।
বৈঠক শেষে, একাদশ সংসদ নির্বাচন নিয়ে যেসব সহিংসতা ও অনিয়মের অভিযোগ এসেছে, তা তদন্তের আহ্বানও জানান ব্রিটিশ হাই কমিশনার।
ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে আমি স্বাগত জানাই। বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার জরুরি। আমরা সব সময় এদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে চাই।
পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারেকসহ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচন প্রশ্নে যে অভিযোগের কথা বলেছেন, প্রমাণ সাপেক্ষে তা তদন্ত করে দেখতে পারে কমিশন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো-ও। এসময় দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে বলিষ্ঠ ভূমিকার রাখার আহ্বান জানান এ কে আব্দুল মোমেন।