Sobujbangla.com | ভুল থেকে শিক্ষা নিবে সাব্বির, আশাবাদ তামিমের
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ভুল থেকে শিক্ষা নিবে সাব্বির, আশাবাদ তামিমের

  |  ১৯:৪৫, জানুয়ারি ২৬, ২০১৯

সামনেই নিউজিল্যান্ড সফর। চলমান বিপিএলে জাতীয় দলের সদস্যরা ফর্মে না থাকলেও, তাতে চিন্তিত নন তামিম ইকবাল। ফরম্যাট-কন্ডিশন ভিন্ন হলেও একটা ভালো ইনিংসের আত্মবিশ্বাস ফেরাতে যথেষ্ট। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের আগেই দলে অন্তর্ভুক্ত করা সাব্বিরও ভুল থেকে শিক্ষা নিবে, এমনটাই মনে করেন তামিম। ইমরুলের বাদ পড়াটা দুঃখজনক হলেও, আবারো সে ফিরবে বিশ্বাস তামিমের।
দল ঘোষণার পর আলোচনা-সমালোচনা ছিলো এক ইস্যু নিয়েই। সাব্বির কেন দলে? যদিও গেল দুই তিন দিনে সে আলোচনা অনেকটাই কমে এসেছে। সবাই মেলাচ্ছে এই দল নিয়ে নিউজিল্যান্ডে কতটা সফল হবে টিম টাইগার্স।
ভাবনাটা বাড়ছে কারণ চলমান বিপিএলে দুই একজন ছাড়া জাতীয় দলের নিয়মিত কেউই পারফর্ম করছে না। বিপিএলে দারুণ বল করে দলে ফিরেছেন তাসকিন, মুশফিকও রানের মধ্যেই আছেন। কিন্তু বাকিরা খোলস ছেড়ে বের হতে পারছেন না। তামিমও নেই চেনারুপে। যদিও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন তামিম।
তিনি বলেন, রানে থাকলে যে কোন ফরম্যাটে সহজ হয়ে যায় বিষয়টি। কিন্তু ভিন্ন কন্ডিশনে খেলা হবে। আশা করবো যাওয়ার আগে এক দুইটা ম্যাচ ভাল করলে সেটা ভালই হবে।
গেল ২ বছরে শৃঙ্খলাজনিত কারণে অসংখ্য বার শিরোনামে এসেছেন সাব্বির। নিষিদ্ধ হয়েছেন দু’বার। নিষেধাজ্ঞা কমিয়ে তার দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। তবে সিনিয়র সতীর্থ তামিমকে পাশেই পাচ্ছেন সাব্বির।
তামিম বলেন, আমি নিশ্চিত অতীতে যে ভুল করেছে তা আর করবে না সাব্বির। ও নিজেও সেটা বোঝে। আমি আশাকরি ভিন্ন মানুষ হয়ে সে ফিরে আসবে।
বিপিএলে ফর্মে নেই সৌম্য। একই দশা ইমরুলের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রায় সাড়ে তিনশো রান করা ইমরুল বাদ পড়লেও, টিকে গেছেন সৌম্য। ইমরুলের সঙ্গে বিপিএলে একই দলে খেলছেন তামিম। সতীর্থ ঠিকই ফিরবে, বিশ্বাস তামিমের।
তিনি বলেন, সবাই ইমরুলের কথা বিবেচনাই এনেছিল। তবে আমি নিশ্চিত তাদের ভিন্ন চিন্তা আছে। সুযোগ সব সময় আসে। আমি আশা করি ইমরুল সুযোগ পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ