বাংলাদেশি পোশাকের দাম বাড়ানোর লক্ষে কাজ করছে ইইউ
প্রকাশিত হয়েছে | ১৬:৩৭, জানুয়ারি ২৪, ২০১৯

বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর লক্ষে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক।
পোশাকের দাম পুনঃনির্ধারণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, শিগগিরই এর সুফল পাবে বাংলাদেশি উদ্যোক্তারা। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, পোশাক কারখানার সংস্কার বা কর্মপরিবেশ তদারকিতে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে ক্রেতাদের চাহিদা পূরণে রিমেডিয়েশন কো অর্ডিনেশন সেল-আরসিসি কে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও, সব ধরনের সহযোগিতা করবে বলেও বৈঠকে ইইউ কে অবহিত করেন বাণিজ্যমন্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ