Sobujbangla.com | সিরিয়ায় বিমান হামলা চালানোর কথা স্বীকার ইসরায়েলের প্রধানমন্ত্রীর
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

সিরিয়ায় বিমান হামলা চালানোর কথা স্বীকার ইসরায়েলের প্রধানমন্ত্রীর

  |  ২১:০২, জানুয়ারি ১৩, ২০১৯

সিরিয়ায় ইরানি অস্ত্র রাখার গুদামে বিমান হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর কার্যালয়ের মতে, রোববার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন যে গত ৩৬ ঘণ্টায় ইসরায়েলের বিমানবাহিনী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি অস্ত্র রাখার গুদামে হামলা চালায়।
কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা’তে প্রকাশিত একটি প্রতিবেদনে এটাকে ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকারের একটি বিরল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সাম্প্রতিক হামলাগুলোতে মনে হচ্ছে যে আমরা যেকোনো সময়ের তুলনায় এখন সিরিয়ায় ইরানের বিরুদ্ধে বেশি সক্রিয় হতে দৃঢ়প্রতিজ্ঞ। ঠিক যেমনটি আমরা প্রতিজ্ঞা করেছিলাম।
এদিন সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দামেস্কের দিকে একাধিক মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো থেকে। বিমানবন্দরটির একটি গুদামেও হামলা চালানো হয়। পাল্টা হামলা চালায় সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীও।
গণমাধ্যমটিতে প্রচারিত ফুটেজগুলোতে দেখা যায়, সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর গোলায় রাতের আকাশে উজ্জ্বল আলো জ্বলতে দেখা যায়। একটি ভিডিওতে বিস্ফোরণের শব্দ শোনায় যায়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তাকারী ইরানের প্রভাব খর্ব করার জন্য দেশটিতে হামলা চালানোর মাত্রা বাড়িয়েই চলেছে ইসরায়েল। বেশিরভাগ হামলা চালানো হয়েছে দক্ষিণ দামেস্কে।
সবশেষ গত ২৫ ডিসেম্বর ইসরায়েল হামলা চালায় বলে জানায় সিরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যমটি। এই হামলায় সিরিয়ার তিন সৈন্য আহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ