Sobujbangla.com | প্রিয়াঙ্কা চোপড়ার লাল সিঁদুর, চোখে শেডস ছবি ভাইরাল।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

প্রিয়াঙ্কা চোপড়ার লাল সিঁদুর, চোখে শেডস ছবি ভাইরাল।

  |  ২১:০৯, ডিসেম্বর ০৫, ২০১৮

খ্রিস্টান ধর্ম রীতি মতে বিয়ে সেরে তিনি এখন মিসেস জোনাস৷ যদিও এই পরিচয় নিক, প্রিয়াঙ্কাকে বহু আগেই দিয়ে দিয়েছেন৷ বিয়ের কোনও এক্সক্লুজিভ ছবি প্রকাশ্যে এলে সঙ্গীত, মেহেন্দির বেশ কিছু বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সমস্ত আপডেট দিয়ে চলেছেন৷ তবে এবারে এসেছে বিয়ের পর প্রথম ছবি৷ সিঁদুর এবং চূড়াহ পরে দেখা গেল নায়িকাকে৷ যোধপুর এয়ারপোর্টে দেখা গেল নবদম্পতিকে৷
সবুজ রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরেছিলেন প্রিয়াঙ্কা৷ মিনিমাল গয়নায় সেজেছিলেন তিনি৷ অন্যদিকে নিক একটি খাকি রঙের স্যুট পরেছিলেন৷ তবে সবথেকে বেশি নজর কাড়ল প্রিয়াঙ্কার ক্যুইর্কি চশমা৷
ফ্যানরা প্রিয়াঙ্কার এই লুকে বেশ মুগ্ধ৷ তবে বিয়ের ছবির জন্য এখনও অধীর আগ্রহে বসে তারা৷ মিডিয়ার ক্যামেরায় পোজ দিয়ে চটজলদি এয়ারপোর্টে ঢুকে গেলেন তাঁরা৷ জানা যাচ্ছে, মুম্বইতে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টি থ্রো করতে চলেছেন মিসেস জোনাস৷
এবং আরও একটি ওয়েডিং রিসেপশন হবে বিদেশে৷ যেখানে নিকের বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা নিমন্ত্রিত থাকবেন৷ নিক এবং প্রিয়াঙ্কার সঙ্গীতের ভিডিওর কিছু ঝলক দেখেই অবাক হয়ে গিয়েছিল সিনেপ্রেমীরা৷ প্রকান্ড স্টেজে একের পর এক নিক এবং প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা পারফর্ম করে চলেছেন৷
কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চেয়ে কম ছিল না তাঁদের সঙ্গীত৷ সেই ভিডিওর ঘোর কাটতে না কাটতেই বিয়ের পর প্রথম পাব্লিক ভিজিট নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে৷

এ বিভাগের অন্যান্য সংবাদ