Sobujbangla.com | বার্সেলোনাকে সরিয়ে শীর্ষে সেভিলা।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বার্সেলোনাকে সরিয়ে শীর্ষে সেভিলা।

  |  ১৩:৫৪, নভেম্বর ২৬, ২০১৮

গতকাল রোববার লা লিগায় ঘরের মাঠে রিয়াল ভালাদলিদকে ১-০ গোলে হারিয়েছে সেভিলা। এতেই বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। ফলে এক ধাপ করে নেমে যথাক্রমে টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় দল এখন বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদ।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ফলাফল নির্ধারণী গোল পেয়েছে সেভিলা। ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রস থেকে আসা বলকে দুর্দান্ত এক হেডে জালে জড়িয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। অবশ্য এসি মিলান থেকে ধারে সেভিলায় খেলতে আসা এই তারকা লিগে ব্যক্তিগত অষ্টম গোল করে প্রমাণ করেছেন নিজেকে। পরবর্তীতে আর কোনো গোল করতে পারেনি দুই দল।
অবশ্য তুর্কি ফরোয়ার্ড এনেস উনালের দুটি গোল অফসাইডের ফাঁদে পড়ে অবৈধ ঘোষিত হয়। অন্যদিকে শেষ মিনিটে তাঁর একটি শটকে অসাধারণভাবে ফিরিয়ে দেন সেভিলার গোলরক্ষক। তাই শেষ পর্যন্ত সিলভার একমাত্র গোলটিতেই খেলার মীমাংসা হয়।
১৩ ম্যাচে আটটিতেই জয় নিয়ে এবং দুটি ড্রয়ে সেভিলার পয়েন্ট ২৬। এক পয়েন্ট কম পেয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ঠিক আরেক পয়েন্ট পেছনে থাকা আতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৪। ১৯৪৫-৪৬ মৌসুমে লা লিগায় নিজেদের একমাত্র শিরোপা পেয়েছিল সেভিলা। এবার টানা চার ম্যাচ অপরাজিত রয়েছে তারা। আগামী ২ ডিসেম্বর, রোববার পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দল আলভেসের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচে মাঠে নামবে সেভিলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ