Sobujbangla.com | উত্তেজনার ম্যাচ জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

উত্তেজনার ম্যাচ জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী

  |  ১৭:৪৫, নভেম্বর ২৩, ২০১৮

বসুন্ধরা কিংসকে নাটকীয়ভাবে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। সানডে সিজোবার জোড়া গোলে ৩-১ গোলে জিতেছে তারা। এই জয়ে আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে নীল-আকাশি শিবির।
ম্যাচের ২১ মিনিটে বসুন্ধরা প্রথমে এগিয়ে যায়। প্রথম শটটি গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পরে ডি বক্সের ভেতরে বাঁ-পায়ের প্লেসিং শটে দুর্দান্তভাবে বল আবাহনীর জালে জড়িয়েছেন কোস্টারিকার বিশ্বকাপ তারকা ড্যানিয়েল কলিনড্রেস সোলেরা। ফলে ১-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ব্যক্তিগত পঞ্চম গোল পেয়েছেন তিনি। ৩২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বসুন্ধরা। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
বিরতির পর ৫০ মিনিটে আবাহনী সমতায় ফিরে। দলকে সমতায় ফেরান নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা। ডি বক্সের পাশ থেকে থ্রো থেকে পা ছুঁইয়ে আবাহনীকে ম্যাচে ফেরান তিনি।
৭৯ মিনিটে এগিয়ে যায় আবাহনী। সোহেল রানার চমৎকার পাস থেকে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন সানডে। আসরে এটি তাঁর ষষ্ঠ গোল।
ঠিক তিন মিনিট পর ওয়ালী ফয়সালের কর্নারে মাথা ছুঁইয়ে গোল ব্যবধান বড় করেন হাইতির ফরোয়ার্ড কারভেনস বেলফোর্ট। ফলে ব্যবধান বেড়ে ৩-১ গোলে দাঁড়ায়। এতেই ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে যায় আবাহনীর। নির্ধারিত সময়ের শেষ দিকে আক্রমণে উঠেছিল বসুন্ধরা। তবে শেষ রক্ষা হয়নি। জয় নিয়েই মাঠে ছাড়ে আবাহনী।
অবশ্য ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঠে পুলিশও নামাতে হয়েছে কর্তৃপক্ষকে। দুই দলের চারজনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
এরআগে ২০১৬ সালে আরামবাগ ক্রীড়া সংঘ এবং ২০১৭ সালে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সর্বশেষ দুটি শিরোপা জিতেছিল আবাহনী। এনিয়ে টানা তৃতীয়বার এই শিরোপা জিতেছে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ