এক দশকে সবচেয়ে চাপে দেশের অর্থনীতি: সিপিডি।
দেশের সামষ্টিক অর্থনীতি গেলো এক দশকের মধ্যে সবচেয়ে বেশি চাপে রয়েছে। এমন পর্যালোচনা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির। সংস্থাটির মন্তব্য, দেশের অর্থনীতির স্থিতিশীলতায় চিড় ধরেছে। যার কারণ হিসেবে সংস্থাটি তুলে ধরছে রাজস্ব আহরণ ও ব্যাংকিং খাতের দুর্বলতাকে। সিপিডির মতে, ব্যাংকিং খাত সংস্কারে সরকারের ভুল পদক্ষেপে ভালোর চেয়ে খারাপই বেশি হয়েছে।
একদিকে বৈষম্যমূলক প্রবৃদ্ধি, অন্যদিকে সুশাসনের অভাব। রপ্তানি, রেমিট্যান্স, কিংবা বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধির সাথে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকেও নেই সামঞ্জ্যস্য। শোচনীয় রাজস্ব আদায়, দুর্বল ব্যাংকিং খাত।
সবমিলিয়ে সিপিডির পর্যালোচনায় দেশের সামষ্টিক অর্থনীতি এখন গেল ১ দশকের মধ্যেই রয়েছে সবচেয়ে বেশি চাপে।
সংস্থাটির মতে, দেশে কমছে বাজেট বাস্তবায়নের হার। ব্যাংকিং খাতের সংস্কারে নেয়া পদক্ষেপে ভালোর চেয়ে খারাপই হয়েছে বেশি। অন্যদিকে হিসাব নিকাশ ছাড়াই ব্যবসায়ীদের দেয়া কর ছাড়ে বিপাকে রাজস্ব আয়। যেই ঘাটতি এবার ছাড়াতে পারে ৫০ হাজার কোটি টাকা।
তবে এতো দুর্বলতার মাঝেই সিপিডির চোখে গেল বছর সবচেয়ে বেশি অব্যবস্থাপনা ছিল কৃষিখাতেই। তাই সংস্থাটির পরামর্শ, আসছে বাজেটে প্রতি কৃষককে এককালীন ৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার। যাতে মোট খরচ হতে পারে ৯ হাজার কোটি টাকার কিছু বেশি।
অনুষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্যে জিডিপির অনুপাতে সরকারিভাবে বাংলাদেশেই সবচেয়ে কম খরচ করা দেশগুলোর একটি বলে জানায় সিপিডি।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 