সিলেটে ঈদের জামায়াতে জায়নামাজ ছাড়া কিছু নেয়া যাবেনা
সিলেটে ঈদের জামাতে ঈদগাহে জায়ানামাজ ছাড়া অন্য কিছু না নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। সোমবার সিলেট শাহী ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ আহ্বান জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
সোমবার দুপুর ১টার দিকে সিলেটের শাহী ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিতোষ ঘোষ বলেন, সিলেটে কোন অপ্রীতিকর ঘটনার হুমকি নেই। তবুও শাহী ঈদগাহসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জায়গায় পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে।
পরিতোষ ঘোষ বলেন- সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে। তাই ঈদগাহ ঘিরে কড়া নিরাপত্তা বেস্টনি থাকবে। শাহী ঈদগাহর প্রতিটি ফটকে থাকবে চেকপোস্ট। ইতোমধ্যে সেখানে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।
ঈদ জামাতে জায়নামাজ ব্যতিত অন্য কিছু সাথে না নিতে মুসল্লীদের প্রতি আহবান জানান তিনি।
তবে, প্রবেশ ফটকে ভীড় কমাতে একাধিক লোক যাতে একসাথে প্রবেশ করতে পারে এমন ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের প্রতি আহবান জানান শাহী ঈদগাহর মোতাওয়াল্লী জহির বখত।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ, ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, জেদান আল মুসা, বিভুতি ভুষণ ব্যানার্জি, কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো. ইসমাইল প্রমুখ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 