জন্মের পরই ৫ তলা থেকে নিচে ছুড়ে ফেলা হল নবজাতককে।
রাজধানীর মিরপুরে সদ্যোজাত এক শিশু সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এই নির্মমকাণ্ডে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০নং রোডের ১৮ নম্বর বাড়িতে শনিবার দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় রূপনগর থানা পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মিরপুর ১০ নম্বর (রূপনগর আবাসিক এলাকা) রোডের ১৮ নম্বর বাড়ির ৫ তলা থেকে দুপুর পৌনে ১২টার দিকে একটি শিশুকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শিশুটি মারা যায়। এ সময় তার নাড়ি-ভুড়ি বের হয়ে মাথা ফেটে যায়।
তিনি আরও জানান, সদ্যোজাত শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে এখনও রক্তের দাগ লেগে রয়েছে। মনে হয় বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক পরিমল গণমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাত এক শিশুর মরদেহ দেখতে পাই, বাচ্চাটির মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সদ্য প্রসবের পর পরই বাচ্চাটিকে কেউ উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি বলেও জানান তিনি।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 