সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে : ওবায়দুল কাদের
সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে- এমন নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদযাত্রা স্বস্তির করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে। গত ঈদের মতো সড়কের পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয়।’
আজ বৃহস্পতিবার সকালে মহাখালীর বিআরটিএ ভবনে এক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দুর্ঘটনা ও যানজটের কারণগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এক্ষেত্রে সমন্বিত ও সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি।’
এবারের ঈদে মানুষ আগের চেয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘উন্নয়ন করার পরও যদি পরিবহন যথাযথ শৃঙ্খলা মেনে না চলে, তাহলে কিন্তু রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস এসব থেকে তেমন কোনো সুফল পাওয়া যাবে না।
এ সময় ঈদের সময় মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলতে না পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন যেটি সংসদে পাস হয়েছে, সংশ্লিষ্ট চার মন্ত্রণালয়ের মন্ত্রী বসে যুক্তিযুক্ত সমাধান করা হবে। আইনমন্ত্রী এটা বিশেষ করে দেখবেন। আইনানুগভাবে সড়ক পরিবহন বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘আমি বাস মালিক ও গাড়ি চালকদের অনুরোধ করবো, সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে। নিরাপদ সড়ক করতে মালিকরাও বড় ভূমিকা রাখতে পারে। যেন মানুষ ভোগান্তির শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে।
সভায় বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ হাইওয়ে পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 