Sobujbangla.com | আপসহীন আন্দোলন ছাড়া আপসহীন নেত্রীকে মুক্ত করা যাবে না’
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

আপসহীন আন্দোলন ছাড়া আপসহীন নেত্রীকে মুক্ত করা যাবে না’

  |  ১৩:৪৮, মে ১৮, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজপথের আপসহীন আন্দোলন ছাড়া আমাদের আপসহীন নেত্রীকে মুক্ত করা যাবে না। কাকুতি মিনতি করে কখনোই এই সরকারের জেল থেকে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা বক্তব্য দেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইন আদালতের প্রতি দেশের মানুষের এখন আর কোনো আস্থা নেই। সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যেভাবে আদালতকে অবমাননা করে বক্তব্য দেওয়া হয়, তাতে জনগণের কাছে আইন-আদালতও হেয় প্রতিপন্ন হচ্ছে।
সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের কাছে কাকুতি মিনতি করে বেগম জিয়ার মুক্তি আসবে না। রাজপথের আন্দোলন সংগ্রামই বেগম জিয়ার মুক্তির একমাত্র পথ। আর আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে জেল-জুলুমের ভয় করলে চলবে না। আন্দোলন করতে গেলে জেল আসবে, জুলুম আসবে। এসবকে মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।
সম্প্রতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ‘টাকা হলেই আইন আদালত কেনা যায়’ এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সরকারবিরোধীদের অন্য কেউ দিলে তাকে জেলখানায় থাকতে হতো। কিন্তু সরকারি লোক হওয়াতে নাসিম সাহেবরা এসব কথা অকপটে বলতে পারছেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীর হৃদয়ে দয়া থাকলে বেগম খালেদা জিয়া এত দিন জেলে থাকতেন না।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে উপহাস করছেন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া অসুস্থ শরীর নিয়েই রোজা রাখছেন। আর এতেই প্রধানমন্ত্রী বলছেন, অসুস্থ হলে তিনি ( বেগম খালেদা জিয়া) রোজা রাখছেন কীভাবে? আর জেলখানায় বসে পায়েসই বা খাচ্ছেন কীভাবে?
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনি আজ যে দৃষ্টান্ত রেখে যাবেন ভবিষ্যতে তার ফল আপনাকেও ভোগ করতে হবে। কাজেই ভেবে চিন্তে কথা বলবেন এবং কাজ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ