ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার
রমজানের প্রথম দিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন থেকেই রমজানের প্রথম ইফতার ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে করে আসছিলেন। তবে তিনি কারাগারে থাকায় দ্বিতীয়বারের মতো তাঁকে ছাড়াই ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করলেন বিএনপি নেতারা। এই ইফতার মাহফিলে রাজধানীর বিভিন্ন এতিমখানার শিশুরা অংশ নেয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।
ওলামা মাশায়েখদের মধ্যে মাওলানা কামাল উদ্দিন জাফরী, ড. খলিলুর রহমান মাদানী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার শুরুর আগে মির্জা ফখরুল প্রতিটি টেবিলে গিয়ে ওলামা-মাশায়েখ ও এতিমদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গেও হাত মেলান এবং কুশলাদি জিজ্ঞেস করেন।
ইফতারের ঠিক আগে দেশ ও জাতির কল্যাণে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 