Sobujbangla.com | পড়ায় শেষ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশ পার হলো ঘূর্ণিঝড়
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

পড়ায় শেষ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশ পার হলো ঘূর্ণিঝড়

  |  ১৬:১৮, মে ০৪, ২০১৯

আগেই দুর্বল হয়ে পড়ায় শেষ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশ পার হলো ঘূর্ণিঝড় ফণী। তবুও এর মাঝে বিভিন্ন স্থানে নিহত হয়েছেন ৮ জন। আর সিরাজগঞ্জে গাছের ডাল পড়ে প্রাণ গেছে নানা-নাতির। বাংলাদেশ অতিক্রম করার সময় দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি পরিণত হয় গভীর নিম্নচাপে। যার প্রভাবে সারা দেশে দিনভরই ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়।
যে ভয়ংকর ফনা তুলে দিকে ছুটে আসছিলো হচ্ছিলো ফণী, তার ছোবল খুব বেশি প্রবল হলো না বাংলাদেশে। মুক্তি মিললো ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ঘর্ণিঝড়ের আতঙ্ক থেকে। যে ঝড়ের গতি ছিলো ১৮৫ কিলোমিটার, আর ব্যাসার্ধ গড়ে অন্তত ৩০০ কিলোমিটার।
আবহাওয়া অফিস জানায়, ভারতের উড়িষা ও পশ্চিবঙ্গে ব্যাপক ধংসযজ্ঞ চালিয়ে সকালে খুলনা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশের পরপরই দুর্বল হতে থাকে ফণী। গতিবেগ কমে আসে ৫০ থেকে ৬০ কিলোমিটারে, পরিনত হয় গভীর নিম্নচাপে। ফলে, বৃষ্টির সাথে প্রবল বাতাস বইতে থাকে সমূদ্র উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে।
বড় ধরণের আঘাত না হানলেও, ফণী প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঘড়বাড়ি ও গাছপালা ভেঙ্গে নারী ও শিশুসহ অনেকেই হতাহতের শিকার হয়েছেন।
নোয়াখালী, বাগেরহাট, লক্ষ্মীপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় প্রাণ মৃত্যু হয়েছে ৮ জনের। যদি সরকারিভাবে ৪ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
পদ্মানদীর শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ট্রলারের সাথে স্পিড বোডের সংঘর্ষের নিখোঁজ ২ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফণীর বিপদ কেটে গেছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন, যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটাতে বেশি সময় লাগবে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূল ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট জলোচ্ছ্বাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ