Sobujbangla.com | সরকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : প্রতিমন্ত্রী ইমরান
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সরকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : প্রতিমন্ত্রী ইমরান

  |  ১৯:৪০, এপ্রিল ২৭, ২০১৯

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যুতায়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে আলোকিত করে তুলতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, এস.কামরুল হাসান আমিরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল হক প্রমুখ।
প্রতিমন্ত্রী ইমরান আহমদ শনিবার সকাল থেকে দিনভর পর্যায়ক্রমে সিলেট জাফলং রাস্তার উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন, মুসলিমনগর-নবমখন্ড রাস্তার হারিখাই খালের ওপর পিআইও ব্রীজের উদ্বোধন, উপজেলা অডিটোরিয়ামে গরীব ও দুস্থদের মাঝে স্বেচ্ছাধীন তহবিল থেকে চেক, ঢেউটিন ও চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ, লেঙ্গুড়া-দুটি পিআইও ব্রিজের উদ্বোধন এবং সালুটিকর-গোয়াইনঘাট গাংকিনারী সড়কের উদ্বোধন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ