চোখের জলে জায়ানকে বিদায়, জানাজায় হাজারো মানুষের ঢল
চিরনিদ্রায় শায়িত হলো শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান। আসরের পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশুরা নিষ্পাপ। কিন্তু মানবতা যেখানে অসহায়, বিশ্বজুড়ে সন্ত্রাসের মহড়া, সেখানে ধর্মান্ধ গোষ্ঠীর কাছে হেরে যাবে শিশুও; এটাই যেন চূড়ান্ত পরিণতি।
জায়ান চৌধুরী। সব পরিচয় ছাপিয়ে মানবশিশু বাংলাদেশের সন্তান। পরিবারের সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। গেলো রোববার ইস্টার সানডে পালনের সময়ে ভয়াবহ বোমা হামলা হয়। হোটেলে হামলায় নিহতদের অন্যতম জায়ান। বেলা পৌনে ১টার দিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ।
বিমানবন্দর থেকে জায়ানের মৃতদেহ নিয়ে যাওয়া হয়, তার নানা.আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতে। দুপুর আড়াইটার দিকে জায়ানের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত জায়ান শেখ হাসিনারও নাতি। দিনজুড়েই বনানীতে পরিবারের সদস্য ছাড়াও রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে আসেন সমবেদনা জানাতে।
পরে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে হয় জানাজা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষও অংশ যোগ দেন জানাজায়। ধর্মের নামে যারা শিশুদের পাশাপাশি মানুষ হত্যা করে তারা এই পৃথিবীর শত্রু বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
জায়ানের চিরবিদায়ের জন্য প্রস্তুত বনানী কবরস্থানের স্বাভাবিক মানুষের তুলনায় আয়তনে ছোট্ট এক টুকরো সমাধি। সেই সমাধিতে জায়ান ঘুমিয়ে গেলো ধর্মপাপীদের দায়ে। তবে বিশ্বজুড়ে দেবদুত তুল্য মানবশিশুরা যেন সব উর্ধ্বে থাকে সে প্রত্যাশা রেখে গেলো সবার মনে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 