Sobujbangla.com | জাবিতে চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ রাউন্ড
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

জাবিতে চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ রাউন্ড

  |  ১৮:৩৪, এপ্রিল ২৪, ২০১৯

উদ্ভাবনী ভাবনা ও উদ্যোক্তার খোঁজে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প ও ইয়াং বাংলা’র ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান’। দেশের সর্ববৃহৎ এই প্রতিযোগিতার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবিতে চলছে দু’দিনের কর্মসূচি।
আয়োজক সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমদিন বুধবার (২৪ এপ্রিল) সকালে, বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা। যেখানে অংশ নেন স্টার্টআপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা। কর্মশালায় শিক্ষার্থীরা তাদের উদ্যোগ ও উদ্ভাবনী ভাবনা তুলে ধরেন।
কর্মশালায়আইসিটি ডিভিশনের যুগ্মসচিব ও আইডিয়া প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনলজির (আইআইটি) পরিচালক মেজবাহ উদ্দিন সরকার, আইআইটি’র অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মাদ ওয়াহেদুজ্জামান।
এছাড়াও, আইডিয়া প্রকল্পের কনসালটেন্ট মোহাম্মদ দেওয়ান আদনান, অ্যাসোসিয়েট ম্যানেজমেন্ট মো. আনিসুর রহমান, সেন্টার ফর রিসার্চ (সিআরআই) ও ইয়াং বাংলার পক্ষ থেকে স্টুডেন্ট টু স্টার্টআপের অ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম ও পাবলিক রিলেশন অফিসার এস এম আমানূর রহমান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে পিচিং রাউন্ড। যেখানে যেখানে বাছাই করা হবে তিনটি দল। যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা দলগুলোর সঙ্গে অংশ নেবে জাতীয় ক্যাম্পে। দু’দিনের কর্মসূচি আয়োজনে সহায়তা করছেন ইয়াং বাংলার জাবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর রহমান মাশুক অর্পণ ও বিশ্ববিদ্যালয়ের ই-কমার্স অ্যান্ড এন্টাপ্রনারশিপ ক্লাব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি-আইডিয়া প্রকল্প এবং দেশের তরুণদের স্বপ্নের ও সবচেয়ে বড় প্লাটফর্ম ইয়াং বাংলা’র যৌথ উদ্যোগে চলছে এ স্টার্টআপ প্রতিযোগিতা।
যে কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীরা ১ থেকে ৩ সদস্য বিশিষ্ট টিম গঠন করে নিজের সুবিধা অনুসারে পুর্বে নির্ধারিত ৪০টি ক্যাম্পাসের যে কোনো একটিতে রেজিষ্ট্রেশনের মাধ্যমে ঐ ভেন্যুতে নির্দিষ্ট তারিখে অংশগ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুদিনের আয়োজনের প্রথম দিন কর্মশালা এবং দ্বিতীয় দিন পিচিং অনুষ্ঠিত হচ্ছে।
গত ৮ মার্চ, ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে শুরু হয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ার এই প্লাটফর্ম। সেরা ভাবনা দিয়ে ১০ লাখ টাকা থেকে কোটি টাকা পযন্ত বিনিয়োগ সহায়তা পাবার সুযোগটি ইতোমধ্যে বেশ আলোচনায় উঠে এসেছে।
মূলত দেশের আট বিভাগ থেকে ৪০টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান’ প্রতিযোগিতা। ক্যাম্পাস পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হবে ৩টি করে দলকে। ৪০টি বিশ্ববিদ্যালয়ে ১২০টি দল নিয়ে সাভারে অনুষ্ঠিত হবে ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প। সেখান থেকে নির্বাচন করা হবে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ