ব্রুনাইয়ের সঙ্গে ৭ সমঝোতা স্মারক সই
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে বিদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে উদার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ব্রুনাইয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এর আগে, সকালে দেশটির সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৭টি সমঝোতা স্মারক সই হয়।
ব্রুনাই সফরে দ্বিতীয় দিনে বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান।
এতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই নেতাসহ ব্যবসায়ী প্রতিনিধি এবং ব্রুনাই চেম্বার অব কমার্সের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের ব্যবসায়ী পর্যায়ে পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণসহ তিনটি চুক্তি স্বাক্ষর হয়।
পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল বিনিয়োগের জন্য প্রতিযোগিতায় উঠে আসছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার বৈদেশিক বিনিয়োগ সুবিধার দেশগুলোর মধ্যে অন্যতম বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি শিল্প, জাহাজ শিল্প ও আইটি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে ব্রুনাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
এর আগে সোমবার (২২ এপ্রিল) সকালে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দু’দেশের মধ্যে কৃষিখাতে বৈজ্ঞানিক সহযোগিতা, জ্বালানি ও সংস্কৃতি খাতে বেশকিছু সমঝোতা স্মারক সই হয়।
এছাড়া দুদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের বিষয়ে কূটনৈতিক পত্র বিনিময় হয়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 